English Version
আপডেট : ৫ জুলাই, ২০১৬ ১৬:৪৯

ব্যাংকে নতুন টাকা তোলার ভিড়

অনলাইন ডেস্ক
ব্যাংকে নতুন টাকা তোলার ভিড়

দেশের ব্যাংকগুলোতে ঈদের আগে শেষ কার্যদিনে টাকা তোলার ভিড় ছিল লক্ষ্য করার মতো। সোমবার (৪ জুলাই) রাজধানীর মতিঝিলে কয়েকটি বেসরকারি ব্যাংক ঘুরে এ চিত্র দেখা গেছে।

মতিঝিলের প্রাইম ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, সোমাবারের পর ব্যাংক বন্ধ। এ কারণে অনেক ভিড় হচ্ছে। এর মধ্যে অধিকাংশই এসেছে নতুনসহ ব্যাংক থেকে টাকা নিতে এসেছেন। এদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ডাচ্ বাংলা ব্যাংকের টাকা তুলতে আসা রনি বলেন, ‘ঈদের আগে ব্যাংক খোলা থাকবে না। তাই টাকা তুলতে এসেছি। বুথে ওপরে আস্থা রাখা সম্ভব না। কারন ঈদের এসময়ে বুথ থেকে জাল নোট পাওয়া যায়। তাই সরাসরি ব্যাংক থেকে অর্থ উত্তোলন করেছি।