English Version
আপডেট : ৩০ জুন, ২০১৬ ১৩:৩৭

রিটার্ন দাখিলের শেষ সময় নভেম্বর

অনলাইন ডেস্ক
রিটার্ন দাখিলের শেষ সময় নভেম্বর

ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় নভেম্বর করা হয়েছে। গত ২ জুন বাজেট ঘোষণায় রিটার্ন দাখিলের নতুন যে সময় অর্থমন্ত্রী নির্ধারণ করেছিলেন।

বুধবার (৩০ জুন) সংসদে তা সংশোধন করা হয়েছে।

এদিন জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম রিটার্ন দাখিলের সময় অক্টোবরের পরিবর্তে নভেম্বর পর্যন্ত করার প্রস্তাব করেন। জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সংসদ বিষয়টি মেনে নিলে তার আপত্তি নেই। পরে সংশোধনী এ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। বর্তমানে কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার জন্য রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রতি বছরই করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়। কখনও কখনও রিটার্ন দাখিলের শেষ তারিখ একাধিকবার বর্ধিত করা হয়। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেছিলেন, রিটার্ন দাখিলের ক্ষেত্রে বার বার তারিখ পেছানোর প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এনবিআর বলছে, ৩০ নভেম্বরের পর কোনোভাবেই সময় আর বাড়ানো হবে না।