English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ২২:২০

শাহজালালে এক লাখ এটিএম কার্ড জব্দ

অনলাইন ডেস্ক
শাহজালালে  এক লাখ এটিএম কার্ড জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ এটিএম কার্ড জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল।

মঙ্গলবার (২৮ জুন) সকালে বিমানবন্দরের কার্গো ভিলেজের ২ নম্বর গেট থেকে এসব কার্ড জব্দ করা হয়। এসব কার্ডের গায়ে 'সিটি ব্যাংকের' নাম ও লোগো রয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, প্রয়োজনীয় শুল্ক ছাড়াই কার্ডগুলো অবৈধভাবে বের করা হচ্ছিল। খবর পেয়ে কাস্টমসের প্রিভেনটিভ টিম এগুলো জব্দ করে। কাস্টমসের এ কর্মকর্তা বলেন, 'বিমানবন্দরের কার্গো ভিলেজের ২ নম্বর গেট দিয়ে কার্ডগুলো বের করার চেষ্টা করা হয়। প্রিভেনটিভের উপস্থিতি টের পেয়ে যারা বের করছিল তারা পালিয়ে যায়।' এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।