English Version
আপডেট : ২৮ জুন, ২০১৬ ১০:৪০

২০০ রিকন্ডিশনড গাড়ির নিলামের দরপত্র আজ

অনলাইন ডেস্ক
২০০ রিকন্ডিশনড গাড়ির নিলামের দরপত্র আজ

বাগেরহাটের মোংলা বন্দর দিয়ে আমদানীকৃত বিভিন্ন মডেলের ২০০টি রিকন্ডিশনড গাড়ি ও ৫০ কনটেইনারে থাকা বিভিন্ন ধরনের পণ্যের নিলামের দরপত্র নেওয়া হবে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা, খুলনা, ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, যশোর ও বেনাপোল কাস্টমস হাউসে গাড়ি ও বিভিন্ন পণ্যের নিলামের দরপত্র জমা নেওয়া হবে। এরপর আগামীকাল বুধবার মোংলা কাস্টমস হাউসে নিলামে অংশগ্রহণকারীদের দরপত্র খোলা হবে।

নিলাম ডাকা ২০০ গাড়ির মধ্যে রয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, জিপ, কাভার্ডভ্যান ও ট্রাক। এ ছাড়া কনটেইনার পণ্যের মধ্যে রয়েছে সুপারি, ব্যাটারি, লাইটসহ বিভিন্ন ধরনের মালামাল।

কাস্টমসের নিয়োগকৃত নিলামকারী প্রতিষ্ঠান এক্সপো ট্রেডার্সের খুলনার ব্যবস্থাপক দেলোয়ার হোসেন জানান, মোংলা বন্দর দিয়ে আমদানিনিষিদ্ধ গাড়ি আনা, আমদানীকৃত গাড়ি নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় না করা ও দীর্ঘদিনের শুল্ক জটিলতা দূর করে সরকারের রাজস্ব আদায়ের জন্যই কাস্টমস কর্তৃপক্ষ এসব নিলামের সিদ্ধান্ত নিয়েছে।

দেলোয়ার আরো বলেন, গাড়ি আমদানির পর তা খালাসের জন্য নির্ধারিত সময় থাকলেও আমদানিকারকরা বিভিন্ন অজুহাতে এসব গাড়ি খালাস করে নেয়নি। তাই কাস্টমস আইন অনুযায়ী এসব গাড়ি নিলামে তোলা হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল ৩৪৪টি ও ২৫ মে ৩১৯টি গাড়ি নিলামে তোলে কাস্টমস কর্তৃপক্ষ।

এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, নানা অজুহাতে দীর্ঘদিন ছাড় না করিয়ে নেওয়ায় ৫০ কনটেইনারে থাকা বিভিন্ন ধরনের আমদানীকৃত পণ্যও নিলামে তোলা হচ্ছে।