English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ২০:৫৭

জাহাজ নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন হবে, ওপেন বাতিল

অনলাইন ডেস্ক
জাহাজ নতুন পদ্ধতিতে রেজিস্ট্রেশন হবে, ওপেন বাতিল

বাংলাদেশে আসা বিদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের ওপেন রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করেছে সরকার। নতুন পদ্ধতিতে সব জাহাজের রেজিস্ট্রেশন দেওয়া হবে। তবে সেই পদ্ধতি এখনও নির্ধারণ করা হয়নি।

জাতীয় সংসদে সোমবার (২৭ জুন) নিয়মিত বৈঠকে বিদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজ নিবন্ধন পদ্ধতি ওপেন রেজিস্ট্রি চালু সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ১৯৮৯ সালের ২৯ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘বিদেশী মালিকানাধীন সমুদ্রগামী জাহাজকে ওপেন রেজিস্ট্রেশন দিলে কিছু সমস্যার তৈরি হয়। কখনও কখনও তারা ক্রাইমে জড়িত হয়ে যায়। তখন তাদের সনাক্ত করতে হয়, গ্রেপ্তার করতে হয়। এসব সমস্যার জন্য সরকার স্ট্যাটাস পরিবর্তন করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘সমুদ্রগামী জাহাজ নিবন্ধনে বিশ্বে ক্লোজ, ওপেন ও মিক্সড রেজিস্ট্রেশন পদ্ধতি চালু আছে। বিশ্বে ক্লোজ ও মিক্সডের রেজিস্ট্রেশনের প্রচলন বেশি।’

শফিউল আলম বলেন, ‘আগে যেটা প্রথা ছিল (ওপেন রেজিস্ট্রেশন পদ্ধতি) তা থেকে আমরা সরে এসেছি। যে প্রথাতে বেশি সুবিধা তা পাওয়ার জন্য। আগের সিদ্ধান্ত বাতিল করে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা কোন পদ্ধতিতে যাব।’