English Version
আপডেট : ২৭ জুন, ২০১৬ ২০:৪৫

রূপালী ব্যাংকের খেলাপি ঋণের আদায় বেড়েছে

অনলাইন ডেস্ক
রূপালী ব্যাংকের খেলাপি ঋণের আদায় বেড়েছে

রূপালী ব্যাংকের খেলাপি ঋণের আদায় বেড়েছে। গত মে পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ব্যাংকটি। একই সঙ্গে ২৭৭টি অডিট আপত্তির বিপরীতে ২৬০ কোটি টাকা আদায় করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

রূপালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ব্যাংক সূত্র জানায়, ব্যবসা বৃদ্ধি, লোকসানি শাখা হ্রাস, ঋণ বিতরণ করা, নতুন শাখা খোলা, রেমিট্যান্স বৃদ্ধি, অনলাইন ব্যাংকিং, এটিএম সার্ভিস চালু, লোকবল নিয়োগ দেয়াসহ সম্প্রতি রূপালী ব্যাংকের প্রায় সব বিষয়ে অগ্রগতি হয়েছে। ২০১৩ সালে ব্যাংকের শ্রেণীকৃত ঋণের স্থিতি ছিল ১ হাজার ৭৯৯ কোটি টাকা এবং ২০১৪ সালে এই স্থিতি কম ১ হাজার ৫১৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাংকের শ্রেণীকৃত ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে।

অন্যদিকে গত মে পর্যন্ত প্রায় ১৫০ কোটি টাকা খেলাপি ঋণ নগদে আদায় করতে সক্ষম হয়েছে রূপালী ব্যাংক। যা কেপিআই লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন। একই সঙ্গে ২৭৭টি অডিট আপত্তির বিপরীতে ২৬০ কোটি টাকা আদায় করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এছাড়া চলতি জুনে ৭৬টি অডিট আপত্তির বিপরীতে ১১৬ কোটি আদায় করেছে রূপালী ব্যাংক। অন্য সব রাষ্ট্রায়াত্ব ব্যাংকের তুলনায় অডিট আপত্তিতে রূপালী ব্যাংকে জড়িত টাকার পরিমাণ সবচেয়ে কম।

রূপালী ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৪ সালে রূপালী ব্যাংক শ্রেণিকৃত ঋণ থেকে ১০৩ কোটি টাকা আদায় করেছে। ২০১৫ সালে আদায় হয়েছিল ১১২ কোটি টাকা। তবে ২০১৬ সালে শ্রেণীকৃত ঋণ আদায়ে অর্থ মন্ত্রণালয় ১৫০ কোটি টাকা টার্গেট বেঁধে দেয়। ওই টার্গেটের মধ্যে পাঁচ মাসে (জানুয়ারি-মে পর্যন্ত) আদায় হয়েছে ১৪৫ কোটি টাকা। শতকরা হিসেবে শ্রেণীকৃত ঋণ আদায়ের লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ অর্জিত হয়।’ খবর- দ্যরিপোর্ট২৪.কম