English Version
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৪:৫৩

গ্যাস নেটওয়ার্ক বাড়ালে পরিস্থিতি জটিল হবে

নিজস্ব প্রতিবেদক
গ্যাস নেটওয়ার্ক বাড়ালে পরিস্থিতি জটিল হবে

বর্তমান পরিস্থিতিতে গ্যাস নেটওয়ার্ক বৃদ্ধি করলে পরিস্থিতি আরো জটিল হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (২৬ জুন) সকালে জাতীয় সংসদে জাতীয় পার্টির সালমা ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে এ তথ্য জানান।   প্রতিমন্ত্রী জানান, চাহিদার তুলনায় গ্যাসের উৎপাদন কিছুটা কম। তাই বর্তমান পরিস্থিতিতে গ্যাস নেটওয়ার্ক বৃদ্ধি করলে পরিস্থিতি আরো বেশি জটিল হবে। তাই শিল্প খাতে সীমিত হারে গ্যাস সংযোগ প্রদান করা হচ্ছে। তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাসের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।   তিনি বলেন, গত কয়েক বছরে গ্যাসের উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পেলেও এখন দেশে গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশে গ্যাস চাহিদার পরিমাণ দৈনিক ৩ হাজার ২শ’ মিলিয়ন ঘনফুটের বেশি। এর বিপরীতে দৈনিক গড়ে প্রায় ২ হাজার ৭৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

তাই গ্যাসের বিদ্যমান নতুন এলাকায় নেটওয়ার্ক বর্ধিত না করে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে শিল্প খাতে সীমিত হারে গ্যাস সংযোগ প্রদান করা হচ্ছে।