English Version
আপডেট : ২৪ জুন, ২০১৬ ১৫:২৯

ট্যাক্স হার না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
ট্যাক্স হার না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানোর সুপারিশ

রাজস্ব আয় বাড়াতে ট্যাক্স হার না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানোর সুপারিশ করেছেন ‘ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (এফআইসিসিআই)।

বৃহস্পতিবার (২৩ বৃহস্পতিবার) বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বাজেট-উত্তর আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এ কথা বলা হয়।

সংগঠনের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেটা আনহেলদি। রাজস্ব আয় বাড়াতে হবে বলে লক্ষ্যমাত্রা ২০ শতাংশ বাড়িয়ে দিলাম, এভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

কারণ সব শিল্প খাতের প্রবৃদ্ধি এক নয়, এনবিআরের রাজস্ব প্রবৃদ্ধির সঙ্গে সকল কমপ্লায়েন্স প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি এক নয়। এনবিআরকে দেখতে হবে ক্যাটাগরিভিত্তিক কোন শিল্পের প্রবৃদ্ধি কত।’

তাই ‘ট্যাক্স হার না বাড়িয়ে ট্যাক্স নেট বাড়ানোর’ ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে অটোমেশন বাস্তবায়ন এবং সুনির্দিষ্ট কাঠামো ও কৌশল প্রণয়ন করতে হবে।’

রূপালী চৌধুরী বলেন, দেশে শিল্পায়নের জন্য বৈদেশিক বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আর বৈদেশিক বিনিয়োগের জন্য জমি, গ্যাস ও বিদ্যুৎ এবং নিরাপত্তা অন্যতম প্রধান ইস্যু।

সরকার যতই বলুক, বিদ্যুৎ উপাদন করছে, কিন্তু কার্যত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সঞ্চালন লাইন নেই। গ্যাসের ক্ষেত্রেও একই অবস্থা।’

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের পর গ্যাসের কোনো সঙ্কট হবে না। গ্যাস সঙ্কট মোকাবিলায় এলএনজি গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।’

আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে ন্যূনতম ট্যাক্স হ্রাস, ট্যাক্স ডিপোজিট ফর ভ্যাট আপিল, ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কর হ্রাস, ইনকাম ফান্ডের ওপর আরোপিত কর হ্রাস, সুনির্দিষ্ট কিছু আমদানি পণ্যের ওপর ন্যূনতম শুল্ক নির্ধারণ ও ব্যক্তিগত আয়করের ক্ষেত্রে বিনিয়োগসীমা বাড়ানোর সুপারিশ করা হয়।