English Version
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৭:৫২

শনিবার ব্যাংক খোলা থাকবে

অনলাইন ডেস্ক
শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামি শনিবার (২ জুলাই) শিল্প এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। পাশাপাশি গ্রাহক সুবিধার জন্য আগামি রোববার ও  সোমবার (৩ ও ৪ জুলাই) এই প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদে নয় দিন টানা সরকারি ছুটিতে শ্রমিক, কর্মচারী ও শিল্প মালিকদের আর্থিক লেনদেনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদের লম্বা ছুটিতে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তায় নিয়োজিত থাকবে অতিরিক্ত ১৫ হাজার আনসার সদস্য।

এছাড়াও মহাসড়কগুলোতে ওয়াচ টাওয়ার থাকবে। রিজার্ভ ফোর্স থাকবে, যেখানে প্রয়োজন হবে তারা সেখানে হাজির হবে।

আসন্ন ঈদের সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও বণিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।