English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৬:৫৬

জিডিপির ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব

অনলাইন ডেস্ক
জিডিপির ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী আহম মোস্তফা কামাল।

রোববার (১৯ জুন) রাজধানীর একটি হোটেলে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘বাজেট ডায়ালগ-২০১৬’ নামে এ সংলাপের আয়োজন করে। সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।

বাজেটে ঘোষিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৭.২ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানিয়ে পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশ উন্নয়নের একটি রোল মডেল। আমরা ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যমুক্ত এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছি।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, “আমাদের দেশে ব্যুারোক্রেসি (আমলাতন্ত্র) বড় সমস্যা। এই সমস্যার মূল কারণ হলো হাজার হাজার আইন-কানুন মাকড়সার জালের মতো আমাদের আকড়ে ধরে আছে।

তবে এটি ধীরে ধীরে কমে আসছে। আগামীতে আরও কমে আসবে। ইদানিং সবাই আলাদা করে জেন্ডার বাজেট, শিশু বাজেটের মতো আলাদা আলাদা বাজেট দাবি করছেন । এর কোন প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না।”

সংলাপে অংশ নিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পরিকল্পনা মন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে, ২০৪১ সালের আগে কোনো নির্বাচন হচ্ছে না।

সংলাপে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, সাবেক সাংসদ ফজলুল আজিম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান নুরুল আমিন প্রমুখ।