English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৫:৩৭

ছয়শ কোটি টাকার টেলিটক উন্নয়ন প্রকল্প

অনলাইন ডেস্ক
ছয়শ কোটি টাকার টেলিটক উন্নয়ন প্রকল্প

৬১০ কোটি টাকার টেলিটক উন্নয়ন প্রকল্প গ্রহণের কথা ভাবছে সরকার। রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান টেলিটকের মান উন্নত, নেটওয়ার্ক সম্প্রসারণসহ আধুনিকীকরণে এ অর্থ ব্যয় হবে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানিয়েছেন, ভালো ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে সরকার নতুন একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে টেলিটকের সেবার মান আরও উন্নত ও বিস্তৃত হবে। এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবা প্রদানের পথ আরও প্রশস্ত হবে বলে জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরীর বরাত দিয়ে বাসস  জানিয়েছে, একনেকে চূড়ান্ত অনুমোদনের জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে উন্নয়ন প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানা হয়েছে। এখন একনেকের পরবর্তী সভায় প্রকল্পটি উত্থাপন করা হবে বলে আশা প্রকাশ করেন  ফয়জুর রহমান।

এছাড়া আগামি মাসে ভারতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ সভায় টেলিটকের জন্য অর্থায়নের উদ্দেশ্যে তারানা হালিম দাতাদের সঙ্গে কথা বলবেন বলে জানান সচিব।