English Version
আপডেট : ২০ জুন, ২০১৬ ১৪:৫৬

ব্যাংকে ৩ লাখ টাকার বেশি হলেই কর

অনলাইন ডেস্ক
ব্যাংকে ৩ লাখ টাকার বেশি হলেই কর

৩ লাখ টাকার বেশি আছে এমন ব্যাংক হিসাবগুলোকে করের আওতায় আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, দেশে করদাতা ব্যক্তির সংখ্যা মাত্র ১০ লাখ। কিন্তু  ব্যাংকগুলোতে সঞ্চয়ী  হিসাবের সংখ্যা সাড়ে ৭ কোটি। এসবের মধ্যে ৩ লাখ টাকার বেশি সঞ্চয় স্থিতি সম্পন্ন হিসাবের সংখ্যা ৩১ লাখের বেশি।

অর্থবিল ২০১২ অনুযায়ী, ব্যাংকগুলো ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) আছে এমন আমানতকারীদের থেকে ১০ শতাংশ উৎসে কর কেটে রাখে। যাদের টিআইএন নেই তাদের মুনাফায় ১৫ শতাংশ উৎসে কর কেটে রাখে। এবারের বাজেটে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়কে করমুক্ত রাখা হয়েছে।  

বার্ষিক আয় এর বেশি হলেই আয় কর দিতে হবে। সে হিসেবে ৩ লাখ টাকার ব্যাংক হিসাবধারী যারা কর দিচ্ছেন না  তাদেরকে এবার আয় করের আওতায় আনতে যাচ্ছে রাজস্ব বোর্ড।