English Version
আপডেট : ১৯ জুন, ২০১৬ ১৫:৩৪

বেকারি উৎপাদিত পণ্যেতে ভ্যাট প্রত্যাহার দাবি

অনলাইন ডেস্ক
বেকারি উৎপাদিত পণ্যেতে ভ্যাট প্রত্যাহার দাবি

বেকারি শিল্পে উৎপাদিত পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে রোববার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন লিখিত বক্তব্যে এ দাবি জানান।

বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ‘জাতীয় বাজেটে বেকারি শিল্পের সব পণ্যের ওপর অমূলকভাবে ভ্যাট প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের সাড়ে চার হাজার বেকারি শিল্পের ২০ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে লাখ লাখ রোগীসহ ১ কোটি মানুষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

তিনি বলেন, ‘নতুন বাজেট প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের বেকারি শিল্পকে কোনো অবস্থাতেই বাঁচানো যাবে না। তাই ধ্বংসের হাত থেকে বাঁচাতে বাজেটে বেকারি শিল্প পণ্যের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহার করতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সংগঠনের সহ-সভাপতি মোশারফ হোসেন, আব্দুল কাউয়ুম জজ, গোলাম ফারুক তালুকদার ও বোরহান উদ্দিন এবং সমিতির প্রধান সমন্বয়ক মো. আবদুল হান্নান মিয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, কাউসার ভাণ্ডারি, মির্জা শাহাদাত মোমেন প্রমুখ।