English Version
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৬:৫৫

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম যাত্রা শুরু

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বেসরকারি একটি প্লাটফর্ম যাত্রা শুরু করেছে। এটির নাম দেওয়া হয়েছে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার (১৮ জুন) এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এসডিজির ৫টা বৈশিষ্ট্য আছে। এবার এসডিজির অর্জন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক। এসডিজিকে সমন্বিতভাবে দেখতে হবে যেমন শিক্ষা, স্থাস্থ্য ও দেশীয় প্রেক্ষাপট বাস্তবায়ন। পেশাজীবীদের সচেতনতা বাড়াতে হবে। বাংলাদেশের একটি মানুষকেও পেছনে ফেলা যাবে না।’

সুলতানা কামাল বলেন, ‘একটা রাষ্ট্রের জন্য সুশাসন খুব গুরুত্বপূর্ণ। যদি সুশাসন না থাকে রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব না। একটি দেশের উন্নয়ন শুধু প্রবৃদ্ধি দিয়ে বিচার করা যায় না।’

আয়োজিত ব্রিফিংয়ে বক্তব্য দেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সুলতানা কামাল, টিআইবির প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখারুজ্জমান, ব্র্যাকের কর্মকর্তা মুস্তাক রাজা চৌধুরী প্রমুখ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের ব্যাপকতার দিকটি বিবেচনা করলে এটি নিশ্চিতভাবেই বলা যায়, এ প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং নাগরিক সমাজের যথাযথ অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

রূপান্তরমুখী এবং অন্তর্ভুক্তিমূলক এ লক্ষ্যগুলোর সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের নাগরিক সমাজের সম্মানিত ব্যক্তিবর্গের উদ্যোগে একটি প্লাটফর্ম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ’ শীর্ষক এ প্লাটফর্মের মূল লক্ষ্য হবে এসডিজি বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সরকারের পাশাপাশি সক্রিয় ভূমিকা রাখা এবং এ প্রক্রিয়ার জবাবদিহিতা নিশ্চিত করা।