English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৮:২৩

রাজউকে যুদ্ধাপরাধীদের প্লট থাকবে না

অনলাইন ডেস্ক
রাজউকে যুদ্ধাপরাধীদের প্লট থাকবে না

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিএনপি সরকার আমলে যুদ্ধাপরাধীদের নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকের প্লট বরাদ্দ দেয়া হয়েছিল কি না- তা পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার (১৫ জুন) জাতীয় সংসদ আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, '১৯৯১ ও ২০০১ সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় সাজাপ্রাপ্ত/অভিযোগে আটক যুদ্ধাপরাধীদের নামে প্লট বরাদ্দ প্রদান করা হয়েছে কি না- তা পরীক্ষা করা হচ্ছে।' 'নিয়ম বহির্ভূতভাবে জামায়াতের বিভিন্ন নেতা/সাজাপ্রাপ্ত/অভিযোগে আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের নামে রাজউক কর্তৃক প্লট বরাদ্দ প্রদান করা হয়ে থাকলে তা তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।'

অন্যদিকে গাজী ম ম আমজাদ হোসেন মিলনের প্রশ্নে গণপূর্ত মন্ত্রী বলেন, দশম সংসদের যেসব সদস্যের ঢাকা শহরে প্লট বা ফ্ল্যাট নেই তাদের জন্য 'কেরানীগঞ্জ মডেল টাউন' আবাসিক প্রকল্পে প্লট/ফ্ল্যাট সংরক্ষিত থাকবে।

এছাড়া রাজউক কিংবা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন প্রকল্পগুলোতে সংসদ সদস্যসহ সব পেশা/শ্রেণির মানুষের জন্য প্লট/ফ্ল্যাট বরাদ্দের সুযোগ থাকবে বলে জানান মন্ত্রী।