English Version
আপডেট : ১৫ জুন, ২০১৬ ১৭:৫২

ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা, সর্বোচ্চ ১ ৬৫০ টাকা

অনলাইন ডেস্ক
ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা, সর্বোচ্চ ১ ৬৫০ টাকা

এবারে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬৫ টাকা। আর ফিতরার সর্বোচ্চ পরিমাণ ১ ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বুধবার (১৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালামের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভায় ফিতরা নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সভাশেষে ফাউন্ডেশনের পরিচালক আবদুস সালাম জানান, ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।   এই হিসেবে এবার সর্বনিম্ন ৬৫ টাকা থেকে ১৬৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।     ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদুল ফিতরের নামাজের আগেই। গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৬০ টাকা; তার আগের বছর ছিল ৬৫ টাকা।