English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৫:২৪

প্লাস্টিক পাদুকার ভ্যাট অব্যাহতির দাবি

অনলাইন ডেস্ক
প্লাস্টিক পাদুকার ভ্যাট অব্যাহতির দাবি

প্লাস্টিক ও রাবারের তৈরি চপ্পল ও পাদুকার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি ও বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

এসময়ে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, যারা প্লাস্টিক ও রাবারের তৈরি চপ্পল এবং প্লাস্টিক পাদুকা (জুতা, স্যান্ডেল) তৈরি করছে তাদের অধিকাংশই ছোট কারখানা। এমন দ্রব্য দিয়ে এসব পণ্য বানানো হয় যা বর্জ্য হিসেবে মানুষ ফেলে দেয়। কিন্তু এসব উপকরণ দিয়ে পণ্য বানিয়ে পরিবেশের উপকার করার পর এই শিল্পে ভ্যাট বহাল করা অনৈতিক।

নেতারা আরও বলন, এখন যদি প্রত্যেক স্তরে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয় তাহলে, কাঁচামাল সরবরাহ থেকে শুরু করে ভ্যাট দিয়ে ফ্যাক্টরি, বিক্রেতা হয়ে ক্রেতার কাছে পণ্য পৌঁছাতে জুতার মূল্য কত টাকা হবে তা চিন্তার বিষয়। আর ভ্যাট বহাল করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সঙ্গে আমাদের প্রতিযোগিতায় নামিয়ে আমাদের ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে বাজেটে।

তাদের পণ্য যারা ব্যবহার করে তারা দরিদ্র, যার বেশিরভাগ কৃষক, শ্রমিক, রিকশাচালক, ঠেলাগাড়ীওয়ালা। তাই মানবিকতার কথা চিন্তা করে ক্ষুদ্র এ শিল্পকে বাঁচাতে ভ্যাট অব্যাহতি চান নেতারা।

সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন বেলাল, বাংলাদেশ রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হাসেন বাবুল, সহসভাপতি শাকিল হোসেন প্রমূখ।