English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৪:৩২

জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫%

অনলাইন ডেস্ক
জিডিপির প্রবৃদ্ধি ৭.০৫%

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭.০৫ শতাংশ।

রোববার (১২ জুন) সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। খবর বাসস

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক হিসাব অনুযায়ী বিগত ২০১৪-১৫ অর্থবছরে জিডিপির হার ছিল ৬.৫৫ শতাংশ। 

বিবিএসের সাময়িক হিসাব অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যা গত ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় আয় ১ হাজার ৩১৬ মার্কিন ডলার থেকে ১১.৪ শতাংশ বেশি।