English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৮:১৭

৯৩ কোটি টাকার গম কিনছে সরকার

অনলাইন ডেস্ক
৯৩ কোটি টাকার গম কিনছে সরকার

৯৩ কোটি টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন গম কিনছে সরকার। প্রতি মেট্রিক টন গমের দাম পড়বে ২৩৩.৮৯ ডলার। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এস্টোন এফএফআই’ এই গম সরবরাহ করবে।

‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে মঙ্গলবার (৭ জুন) এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।

ক্রয় কমিটির এ বৈঠকের বিষয়ে বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মোস্তাফিজুর রহমান জানান, চলতি অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হচ্ছে। এর মধ্যে ৬০ শতাংশ গম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এবং ৪০ শতাংশ গম মংলা বন্দরের মাধ্যমে আসবে। এতে মোট ব্যয় হবে ৯৩ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গম আমদানির জন্য দরপত্রে দুটি আবেদন জমা পড়ে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স এস্টোন এফএফআই’-কে মনোনীত করা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান যে দর দিয়েছে তা প্রাক্কলিত দরের চেয়ে কম। ক্রয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন গমের দর প্রাক্কলন করা হয়েছিল ২৩৫ ডলার। বর্তমানে টাকার অঙ্কে ১ কেজি গমের ক্রয় মূল্য হচ্ছে ১৮.৭২ টাকা।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকের কার‌্যতালিকায় ১৪টি ক্রয় প্রস্তাব থাকলেও সময়াভাবে মাত্র দুটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একটি প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যাহার করে নিয়েছে।

অবশিষ্ট প্রস্তাবগুলো বৈঠকে উপস্থাপন করা হয়নি।