English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৩:৪২

যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর নিরাপত্তা পুনরায় খতিয়ে দেখার নির্দেশ

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোর নিরাপত্তা পুনরায় খতিয়ে দেখার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখতে বলেছে দেশটির ব্যাংক খাত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির প্রেক্ষিতে এফবিআইর পরামর্শে ইউএস ফেডারেল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল এক্সামিনেশন কাউন্সিল এই নির্দেশনা দেয়।

রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ফেডারেল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনাল এক্সামিনেশন কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে,  আর্থিক প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের ঝুঁকি ব্যবস্থাপনার চর্চা, তথ্য-প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ এবং জালিয়াতি শনাক্তকরণসহ যাছাইকরণ ও প্রতিরোধ ব্যবস্থাপনা পুনরায় খতিয়ে দেখা।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার সরানোর প্রেক্ষাপটে গত দুই সপ্তাহে আগে ব্যাংকগুলোকে সম্ভাব্য সাইবার হামলার চিহ্ন খতিয়ে দেখতে ওই পরামর্শ দিয়েছিল এফবিআই।