English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৬:১৮

পণ্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির খবর সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক
পণ্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধির খবর সঠিক নয়

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, দেশীয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির খবর সঠিক নয়। 

মঙ্গলবার (৭ জুন) সংসদের বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীর (হবিগঞ্জ-১) এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশীয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তা সঠিক নয়। ব্যবসায়ীদের সাথে বিভিন্ন সময়ে সভা করা হয়। এবং তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি অনুকূলে থাকবে বলে আশ্বস্ত করেন।

মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের মূল্য বাজার কর্তৃক নির্ধারিত হয়। এবং তা চাহিদা ও সরবরাহের উপর নির্ভরশীল। রমজান উপলক্ষে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তবে কিছু পণ্য আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্যের হ্রাসবৃদ্ধির কারণে দেশীয় বাজারে তার প্রভাব পড়ে বলে উল্লেখ করেন তিনি।

তবে সকল স্তরের আমদানিকারক, পরিশোধক ও ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় পণ্যাদির বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।