English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৩:৩৫

রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধি

অনলাইন ডেস্ক
রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধি

রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধিতে শেষ হতে যাচ্ছে ২০১৫-১৬ অর্থবছর। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ২০১৩-১৪ অর্থবছরে আগের বছরের চেয়ে কম রেমিটেন্স এসেছিল। এর আগে এবং পরে এমন চিত্রের দেখা না মিললেও এবার তা ঘটতে যাচ্ছে।  

বাংলাদেশ ব্যাংক সোমবার বিদায়ী অর্থবছরের ১১ মাসের রেমিটেন্সের তথ্য প্রকাশ করেছে।

এতে দেখা যায়, জুলাই-মে সময়ে বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ১ হাজার ৩৪৫ কোটি ৪৭ লাখ ( ১৩.৪৫ বিলিয়ন) ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। এই অংক ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের চেয়ে ৩.১ শতাংশ কম। ২০১৪-২০১৫ অর্থবছরের জুলাই-মে সময়ে ১ হাজার ৩৮৭ কোটি ৭৫ লাখ (১৩.৮৭ বিলিয়ন) ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। সর্বশেষ মে মাসে ১২০ কোটি ৫৬ লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের মে মাসের চেয়ে প্রায় ৯ শতাংশ কম। অর্থবছরের বাকি আর এক মাস। অর্থাৎ চলতি জুন মাসেই শেষ হয়ে যাবে ২০১৫-১৬ অর্থবছর।

১ জুলাই থেকে শুরু হবে ২০১৬-১৭ অর্থাৎ নতুন অর্থবছর।

রমজানের ঈদকে সামনে রেখে জুন মাসে রেমিটেন্স প্রবাহে ভালো প্রবৃদ্ধি হলেও অর্থবছর ‘নেতিবাচক’ প্রবৃদ্ধি দিয়েই শেষ হবে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, গত কয়েক মাস ধরেই রেমিটেন্স কমছে।

অর্থনীতির সূচকগুলোর মধ্যে রেমিটেন্সের অবস্থা বেশ খারাপ। এবার মনে হচ্ছে ১৫ বিলিয়ন ডলারের কম রেমিটেন্স আসবে। গত ২০১৪-১৫ অর্থবছরে ১৫.৩২ বিলিয়ন (এক হাজার ৫৩২ কোটি) ডলারের রেমিটেন্স এসেছিল। তার আগের বছরে (২০১৩-১৪) এসেছিল ১৪.২৩ বিলিয়ন ডলার। ২০১২-১৩ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৪.৪৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স।