English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৯:০৭

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় যৌথ উদ্যোগে মনিটরিং করবে

অনলাইন ডেস্ক
অর্থ ও পরিকল্পনা  মন্ত্রণালয় যৌথ উদ্যোগে মনিটরিং করবে

প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনতে আগামী অর্থবছরে পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রকল্প মনিটরিং করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার (৫ জুন) বিকেলে সচিবালয়ে সিলেট মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চলতি অর্থবছরের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অবস্থা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এবার প্রকল্প বাস্তবায়নের পারফরমেন্স ভাল নয়। শেষ দুই মাসে ব্যাপক ব্যয় হচ্ছে। আর শেষ মূহুর্তে অর্থছাড় করা হলে তখন একটি প্রকল্পের জন্য অতটা মনোযোগ দেওয়া সম্ভব হয় না, যতটা দেওয়া প্রয়োজন।

এ বিষয়টি নিয়ে পরিকল্পনামন্ত্রী বিশেষভাবে উদ্বিগ্ন। এ পরিস্থিতি থেকে উত্তরণে তিনি অনেক চেষ্টা-চরিত্র করছেন।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন পরিস্থিতির উন্নয়নে একটি উদ্যোগ নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। সেটা হচ্ছে- আগামী জুলাই থেকে পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথভাবে প্রকল্পগুলো মনিটরিং করবে। এখন তো দু’মাস পর পর মনিটরিং করা হয়। এটাকে আরেকটু শক্ত করা উচিত। কেননা, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষনীয় বিষয়।

প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, এ বছরটা রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সবদিকেই ভাল গেছে। এ কারণে একটু যেন শৈথিল্য আমাদের হয়েছে যে, ভাল করেছি। স্বস্তিটা একটু আগে এসে গিয়েছিল।