English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৮:২৩

দুটি প্রকল্পে ২১ কোটি ডলার অনুমোদন বিশ্ব ব্যাংকের

অনলাইন ডেস্ক
দুটি প্রকল্পে ২১ কোটি ডলার অনুমোদন বিশ্ব ব্যাংকের

বাংলাদেশের দুটি প্রকল্পে ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক বোর্ড। গত ৩ জুন ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

রবিবার (৫ জুন) সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিশ্বব্যাংক জানায়, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সার্ভিস রিজিওনাল প্রজেক্ট বাস্তবায়নে ব্যয় হবে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এ প্রকল্পের মাধ্যমে আবহাওয়া-সংক্রান্ত তথ্য সহজে ও দ্রুত মানুষের পৌঁছানো যাবে।

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হবে ১০ কোটি মার্কিন ডলার। এ প্রকল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া এবং শিক্ষাগ্রহণ পদ্ধতি উন্নত করা হবে।