English Version
আপডেট : ২ জুন, ২০১৬ ১৫:০৫

বিজিএমইএ ভবন ভাঙতে হবে

অনলাইন ডেস্ক
বিজিএমইএ ভবন ভাঙতে হবে

ঢাকার সোনারগাঁও হোটেলের পাশেই বিজিএমইএ ভবন ভাঙতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ মামলায় হাইকোর্টে অ্যামিকাস কিউরি হিসেবে থাকা আইনজীবী মনজিল মোরশেদ জানান এখন আর ভবনটি ভাঙতে আইনগত কোন বাধা নেই।

তবে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ রয়েছে। এর আগে ২০১১ সালে জলাধার আইন লঙ্ঘন করায় ভবনটি ভাঙ্গার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।

ওই রায়ে বিজিএমইএ ভবনকে ‘হাতিরঝিল প্রকল্পে ক্যান্সারের মতো’ উল্লেখ করা হয়েছিলো। পরে এর বিরুদ্ধে আপিলের আবেদন করেছিলো তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। কিন্তু আজ তাদের আপিল আবেদন খারিজ করে দিলো আপিল বিভাগ।