English Version
আপডেট : ১ জুন, ২০১৬ ১৮:২৫

ক্রেতাকে রশিদ দেওয়া বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
ক্রেতাকে রশিদ দেওয়া বাধ্যতামূলক

রমজান মাসে চট্টগ্রাম নগরীতে বাজার মনিটরিংয়ে ১০টি দল কাজ করবে। পণ্য ক্রয়ের সময় ক্রেতাকে রশিদ দেওয়া বাধ্যতামূলক। সেইসঙ্গে মূল্যতালিকা টাঙ্গাতে হবে। রশিদ কিংবা মূল্যের তালিকা না পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। যত বড় ব্যবসায়ী হোক না কেন- কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (১ জেুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ৩১টি বাজার কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এসব কথা বলেন।

মেজবাহ উদ্দিন আরও বলেন, রমজান শুরুর আগে প্রতিবছর বাজার অস্থিতিশীল হয়ে পড়ে। নগরীর বাজারগুলোতে এর নেতিবাচক প্রভাব পড়ে। তবে এবার তেমনটি হবে না। রমজান শুরুর আগেই বাজার দর স্থিতিশীল রাখতে নগরীতে নিয়মিত মনিটরিংয়ের জন্য ১০টি মনিটরিং টিম কাজ করবে।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়ায়। এবার সেই পরিস্থিতির মোকাবেলা করতে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনা করা হবে। বাজার দর নিয়ন্ত্রণে ১০টি মনিটরিং টিম থাকবে।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনার জন্য নতুন করে ১২ জন ম্যাজিস্ট্রেট যোগদান করেছেন। জেলা-উপজেলা পর্যায়ে কাজ করবেন তারা। এছাড়া বাজার পরিস্থিতি সম্পর্কে ভোক্তাদের অভিযোগ ও পরামর্শের জানতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের মোবইল নম্বর দিয়ে প্রচারণা চালানো হবে।

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তালিকাভুক্ত ৩১টি বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে চিনি দাম নিয়ন্ত্রণ, নকল ঘি, রসুন ও মসলার দাম প্রসঙ্গে নিজেদের বক্তব্য তুলে ধরেন বাজার কমিটির সদস্যরা।