English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৬:০৩

প্যাকেজ ভ্যাট বহাল দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্যাকেজ ভ্যাট বহাল দাবিতে মানববন্ধন
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন সংশোধন করে স্থায়ীভাবে ‘প্যাকেজ ভ্যাট’ ব্যবস্থা বহাল রাখার দাবিতে এক ঘণ্টা কর্মবিরতি পালন করে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
 
সোমবার (৩০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে  এ কর্মসূচি পালন করেন তারা। ব্যবসায়ীদের দাবি, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বর্তমানে যে সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ভ্যাট রয়েছে সেটি বহাল রাখতে হবে। ব্যবসায়ী ঐক্য ফোরাম ও পুরান ঢাকার বিভিন্ন পণ্য ও বাজারভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা মানববন্ধনে বক্তব্য দেন। জানা যায়, নতুন এ আইনে প্যাকেজ ভ্যাট প্রথা বাতিল করে বিক্রির ওপর নির্দিষ্ট পরিমাণ ভ্যাট আরোপ করেছে সরকার। আগামী জুলাই থেকে এ ব্যবস্থা কার্যকর হতে যাচ্ছে।

ব্যবসায়িরা নেতারা বলছে, ২০১৩ সালে প্যাকেজ ভ্যাট প্রথা বাতিল করার প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়েছিল। সেই সময় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় প্যাকেজ ভ্যাট প্রথা বহাল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যবসায়িদের মতে, আমাদের এখনও এমন কোনো অবকাঠামো গড়ে উঠেনি যে ইসিআর পদ্ধতির মাধ্যমে ভ্যাট দেব। মালিক নিজেই ব্যবসা চালান। তাই ইসিআর পদ্ধতির ভ্যাট আদায়ের চিন্তা বাস্তবসম্মত নয়। যারা একদরে পণ্য বিক্রি করে তাদের জন্য হয়তো এই পদ্ধতি প্রযোজ্য হবে। কিন্তু যেসব ব্যবসায়ী দরাদরি করে পণ্য বিক্রি করে তাদের ক্ষেত্রে এ পদ্ধতিতে ভ্যাট পরিশোধ করা সম্ভব না বলে জানান তারা।