English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৫:৫৫

রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবদেন জমা

এমএজামান
রিজার্ভ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবদেন জমা
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি নিয়ে গঠিত কমিটি তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবদেন জমা দিয়েছে। সোমবার (৩০ মে) দুপুরে সচিবালয়ে কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে কমিটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই প্রতিবেদন জমা দেন। পরে আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, আগামী ১৫ দিনের মধ্যে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এ সময় কমিটির প্রধান ফরাসউদ্দিন জানান, 'রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। আমরা আমাদের রিপোর্ট দিয়েছি, এখন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।' গত ১৫ মে অবশ্য ফরাসউদ্দিন বলেছিলেন, রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায়ী। কারণ, সুইফট আরটিজিএফের সঙ্গে সংযোগ দেয়ার ফলে এটি ঘটেছে। তবে আরটিজি চালু রেখে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। রিজার্ভ চুরির ঘটনায় সরকারের তরফ থেকে ফরাসউদ্দিনের ওপর তদন্তের দায়িত্ব ন্যস্ত করা হয় গত ২০ মার্চ। তখন ৩০ দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন ও ৭৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এরপর গত ২০ এপ্রিল অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেন তিনি।