English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৫:৩৯

খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি শুরু

দেশব্যাপি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করেছে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিত্য পণ্যে দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এ পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি।

সংস্থাটি খোলাবাজারে ৫টি পণ্য বিক্রি করছে। এর মধ্যে দেশি চিনি বিক্রি করছে ৪৮ টাকা কেজি দরে। কানাডা থেকে আমদানি করা মশুর ডাল বিক্রি হচ্ছে সর্বোচ ৯৫ পয়সা দরে। সয়াবিন পেট বোতল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। আর অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ছোলা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।

টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ন কবির বলেন, রোববার (২৯ মে) থেকে ঢাকার ২৫টি স্থানে ৫টি পণ্য বিক্রি হচ্ছে। যা শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।

 

জানা যায়, এবার রমজান উপলক্ষে সারাদেশে ১৭৪টি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা শহরে ২৫টি ট্রাক এবং চট্টগ্রাম শহরে ১০টি ট্রাক আছে। অন্যান্য বিভাগীয় শহরগুলোতে ৫টি করে ট্রাক টিসিবি পণ্য বিক্রি করার কথা। বাকি জেলাগুলোতে ২টি করে ট্রাক থাকবে পণ্য বিক্রি করার কথা।

ঢাকার মধ্যে প্রেসক্লাব, সচিবালয় গেট, ফকিরাপুল বাজার, শান্তিনগর বাজার, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, বাসাবো বাজার, যাত্রাবাড়ি মোড়, কাপ্তান বাজার, মিরপুর ১২ নম্বর, ছাপড়া মসজিদ ও পলাশী বাজার, ঝিগাতলা বাজার, খামারবাড়ী ও ফার্মগেট, মহাখালী বাজার, রামপুরা বাজার, বনশ্রী বাজার, আগারগাঁও বাজার, শেওড়াপাড়া বাজার, মিরপুর-১০ গোল চত্ত্বর, কচুক্ষেত বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, মোহাম্মদপুর কৃষি মার্কেট, উত্তরার আব্দুল্লাহপুর বাজার ও মিরপুর কালশী মোড় বাজারে বিক্রি হচ্ছে টিসিবির এই পাঁচ পণ্য।