English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৫:৩১

বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি

অনলাইন ডেস্ক
বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি

২০১৬-১৭ অর্থবছরের জাতীয় বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ। রোববার (২৯ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসী জনসংখ্যা এদেশের মোট জনসংখ্যার দুই শতাংশ। এ হিসেবে চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে আদিবাসীদের জন্য কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার কথা ছিল। কিন্তু তা হয়নি।

তিনি বলেন, আদিবাসীরা নানা কারণে শোষণ, বৈষম্য ও মানবসৃষ্ট দারিদ্র্য বঞ্চনার শিকার। তাই শতকরা হিসাবে এই বরাদ্দ আরও বাড়ানো উচিত ছিল। কিন্তু রাখা হয়েছে মাত্র ৭৭৯ কোটি টাকা। এর মধ্যে সমতল আদিবাসীদের ভাগে পড়েছে মাত্র ২০ কোটি টাকা। এ অবস্থায় ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পর্যাপ্ত ও ন্যায় সংগত বরাদ্দ রাখার দাবি জানিয়েছে।

বিশিষ্ট কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকার আদিবাসীদের সঙ্গে সৎ শ্বাশুড়ি মতো আচরণ করছে। এটা দর্জাল আচরণ বললেও ভুল হবে না। কারণ এটা সৎ মায়ের চেয়েও ভয়ৎকর।

অর্থমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি বলেন, ৪ হাজার কোটি টাকার দুর্নীতি আপনার কাছে কিছুই না, খুবই সামান্য। এজন্য আদিবাসীদের জন্য এই সামান্য পরিমাণ অর্থ (৪ হাজার কোটি টাকা) বরাদ্দ করুন।

আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস এর আহ্বায়ক ফজলে হোসেন বাদশা, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, জনসংহতি সমিতির সদস্য দীপায়ন খীসা প্রমুখ।