English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৭:২৪

বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে

অনলাইন ডেস্ক
বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে

আসন্ন (২০১৬-১৭) অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাজধানীর অফিসার্স ক্লাবে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শনিবার (২৮ মে) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমরা ক্ষমতায় এসে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সহনীয় পর্যায়ে এনেছি। তারপর শিক্ষা ও স্বাস্থ্য খাতে নজর দিয়েছি। আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। আগামী ৫-৬ বছর এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ভালো। বর্তমানে প্রায় ৯০ শতাংশ শিশু স্কুলে যাচ্ছে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে এখনও সমস্যা রয়েছে। প্রাথমিক পর্যায় শেষ করা ৪০ শতাংশ শিশু মাধ্যমিকে যাচ্ছে না। তারা ঝরে পড়ছে। অর্থাৎ জ্ঞানের জগতে প্রবেশের আগেই শেষ হয়ে যাচ্ছে তাদের শিক্ষা জীবন। তবে বর্তমান সরকারের শেষ সময় পর্যন্ত এ অবস্থার উন্নতি হবে। মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়ার হার ২০ শতাংশ কমাতে পারব।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের বিশিষ্ট অর্থনীতিবিদ হাফিজ উদ্দীন মজুমদার, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী প্রমুখ।