English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৪:৩১

৭০৪টি পদে নিয়োগ দেবে কৃষি ব্যাংক

অনলাইন ডেস্ক
৭০৪টি পদে নিয়োগ দেবে কৃষি ব্যাংক

৭০৪টি পদে কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই পদের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭ জুন পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবেন ব্যাংকে চাকরি প্রত্যাশীরা।

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস ব্যক্তিরা এই পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের বয়স ০১-০৩-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে থাকতে হবে। অন্যদিকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা নিয়োগের জন্য সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে জানানো হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে এই জনবল নিয়োগ দেওয়া হবে। এর ধারায় পরবর্তীতে অন্য ব্যাংকগুলোতেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা পদে আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ( erecruitment.bb.org.bd) অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনের পর প্রাপ্ত Tracking Number Form যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

 জানা যায়, প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা গ্রহণের পর উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র আহ্বান করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কোটাসংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিধিবিধান অনুসরণ করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।

আবেদনের নির্ধারিত সময় শেষে প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের ধাপে ধাপে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে এসব পরীক্ষা কত নম্বরে ও কী কী বিষয়ের ওপর প্রশ্ন থাকবে- সে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। এসব পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে পত্রিকা ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।

এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত প্রত্যেক কর্মকর্তা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা পাবেন বলে জানা যায়।