English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৮:২৯

রিজার্ভ চুরি: ম্যানিলাতে বৈঠকের আয়োজন

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরি: ম্যানিলাতে বৈঠকের আয়োজন

ইন্টারপোলের আয়োজনে আগামী মঙ্গলবার (৩০ মে) ফিলিপাইনের ম্যানিলাতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী বৃহস্পতিবার (২৬ মে) এ তথ্য জানান।

আব্দুল্লাহেল বাকী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অর্থ চুরির ঘটনায় আল্টিমেট বেনিফিশিয়াল এমন অনেককে শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে যারা টাকা চুরি করেছে তারা নকল নাম ও ডকুমেন্ট ব্যবহার করেছে আইডেন্টিফিকেশনের জন্য। এটি পাওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সহযোগিতা নিচ্ছি।

যে সমস্ত দেশের সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করছি, সে সমস্ত দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে নিয়ে আগামী ৩০ মে একটি মিটিং হচ্ছে ফিলিপাইনের ম্যানিলাতে।’

তিনি বলেন, ‘সেখানে আমাদের প্রতিনিধি দল যাচ্ছেন, যেখানে দুজন পুলিশের সদস্য রয়েছেন। অন্য সব দেশ থেকেও আমরা আশা করছি প্রতিনিধি আসবেন এবং সেখানে তাদের কাছ থেকে ফেস টু ফেস সহযোগিতা পাব। ইন্টারপোলের আয়োজনে এখানে কোন কোন দেশের প্রতিনিধি আসবে সেটা বলা যাচ্ছে না।

আমরা মনে করছি ১১ দেশে আমাদের সাসপেক্ট রয়েছে। তবে আশপাশের অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসতে পারেন।’