English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৭:১২

কর্মসংস্থান বাড়েনি চলতি অর্থবছরে

অনলাইন ডেস্ক
কর্মসংস্থান বাড়েনি চলতি অর্থবছরে

চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান বাড়েনি। এই ধারা অব্যাহত থাকলে আগামি অর্থবছরেও এটিি একই থাকবে বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

বুধবার (২৫ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিপিডি আয়োজিত ‘বাংলাদেশ অর্থনীতি ২০১৫-১৬ তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্স ফেলো তৌফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে শিল্পখাতে ১২ লাখ কর্মসংস্থান কমেছে। যা শিল্পখাতে মোট কর্মসংস্থানের ১৩.৪ শতাংশ।

এ প্রসঙ্গে সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থান, বিনিয়োগ এবং উৎপাদন ক্ষমতা কমছে। তাই প্রবৃদ্ধির গুণগত মান প্রয়োজন বলেও মনে করেন তিনি।

আইন-শৃঙ্খলার সঙ্গে বিনিয়োগের সম্পর্ক তুলে ধরে তৌফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা ভারত এবং শ্রীলংকার মতো হলে বিনিয়োগ আরও ভালো হতো। সামাজিক খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, সামাজিক খাতে বরাদ্দ কমে যাচ্ছে। এখানে বরাদ্দ বাড়াতে হবে। এছাড়া প্রকল্পগুলো বাস্তবায়নে জোর দিতে হবে।