English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৬:৫২

দেশের পাট-বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চীন

অনলাইন ডেস্ক
দেশের পাট-বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী চীন

দেশে শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী চীন। বিশেষ করে পাট ও বিদ্যুৎ খাতে বিনিয়োগে করতে চায় দেশটি। পাশাপাশি এসব খাতে বাংলাদেশে উৎপাদিত পণ্য চীনের বাজারে প্রবেশাধিকারও দিতে চায় তারা।

বুধবার (২৫ মে) শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের দ্বিপাক্ষিত বৈঠকে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগের বিষয়ে বিষদ আলোচনা হয়। শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, দেশের পাট খাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতাসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে। ফলে চীনের উদ্যোক্তারা পাট খাতে বিনিয়োগ করতে চায়। পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ ও কৃষি যন্ত্রপাতি বিনিয়োগ করবে চীন।

তিনি বলেন, বাংলাদেশে যৌথ কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে চীন। এক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে।

এসময় বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, চীনা উদ্যোক্তারা চাইলে অর্থনৈতিক অঞ্চলে ভারি শিল্পখাতের পাশাপাশি হালকা প্রকৌশল খাতে বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতেও প্রস্তুত রয়েছে সরকার।

আগামী ১২ থেকে ১৭ জুন চীনের কুংমিংয়ে অনুষ্ঠিতব্য ৪র্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুংমিং আমদানি-রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান চীনের রাষ্ট্রদূত।