English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৬:৩৪

৫০ শতাংশ গৃহকর্মী ফেরত পাঠাবে সৌদি

অনলাইন ডেস্ক
৫০ শতাংশ গৃহকর্মী ফেরত পাঠাবে সৌদি

৫০ শতাংশ গৃহকর্মী দেশে ফেরত পাঠাবে সৌদি। অদক্ষ, কাজে অনাগ্রহসহ নানা অনিয়মের কারণে এসব  গৃহকর্মী ফেরত পাঠাবে। গৃহকর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর এরা সৌদি এসেছিল। সম্প্রতি আরব নিউজেরিএ খবরে জানানো হয়েছে।

হুসেইন আল হারতি নামে সৌদির রিক্রুটমেন্ট অফিসের এক প্রপ্রাইটার স্থানীয় সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি আরবে গৃহস্থালির কাজের জন্য নিয়োগ পাওয়ার এসব শ্রমিক দেশে পাঠানো হয়েছে।

কাজে অনাগ্রহ, প্রশিক্ষণপ্রাপ্ত নয়, ভাষা সীমাবদ্ধতা ও সৌদির সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে না নিতে পারার কারণে এদের পাঠানো হচ্ছে।

বেশকিছু রিক্রুটমেন্ট অফিসের মালিক জানান, গৃহকর্মীর চূড়ান্ত নিয়োগের ব্যাপারে তিন মাস সময় দেওয়া হয়। এসময়ে যদি দেখা যায়, তারা কর্মক্ষম নন, তবে নিয়োগদাতা ব্যক্তিরা রিক্রুটমেন্ট অফিসের কাছে তাকে পাঠিন দেন। এসময় তাকে অযোগ্য বলে বিবেচনা করা হয়। এরপর সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আরেক রিক্রুটমেন্ট অফিসের অধিকর্তা আলী আল ওমারি বলেন, বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরুর পর থেকে দেড় লাখ ভিসা ইস্যু করা হয়েছে।