English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ২০:৪৫

কৃষি উৎপাদন বাড়াতে ১৪শ' কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
কৃষি উৎপাদন বাড়াতে  ১৪শ' কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক
কৃষি উৎপাদন বাড়াতে  ১৪শ' কোটি টাকা বা ১৭ কোটি ডলার (১ ডলার৭ = ৮ টাকা) ঋণ দেবে বিশ্বব্যাংক। জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচি (এনএটিপি-২) বাস্তবায়নে এই অর্থ ব্যয় হবে; এতে উপকৃত হবেন ১০ লাখ দরিদ্র্য কৃষক।
 
মঙ্গলবার (২৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনে কক্ষে এ সংক্রান্ত চুক্তি সই হয়। এতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচি (এনএটিপি-২) বাস্তবায়নে বিশ্বব্যাংকের এ ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। সুদের হার উত্তোলিত অর্থের ওপর দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ এবং যে টাকা উত্তোলন করা হবে না তার ওপর দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ দিতে হবে। পাশপাশি এ প্রকল্পে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) ২ কোটি ৩৮ লাখ ডলার ঋণ দেবে। কর্মসূচিটি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা সংস্থা ইউএসএইড ৭ কোটি ৪৩ লাখ ডলার অনুদান দেবে। ইআরডি জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, 'কৃষি অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ খাত। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উন্নয়নে বিকল্প নেই। এ কারণেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।' বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, 'এ দেশের দারিদ্র্য নিরসনে ৮০ শতাংশ ভূমিকা রাখছে কৃষি খাত। এ খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।' সংশ্লিষ্টরা বলছেন, এ কর্মসূচির আওতায় কৃষি প্রযুক্তির উদ্ভাবন, সম্প্রসারণ, পণ্য সরবরাহ, বাজার ব্যবস্থা উন্নয়ন, বাংলাদেশের ক্ষুদ্র প্রান্তিক নারী কৃষকের কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা এবং সর্বোপরি আয় বৃদ্ধির মাধ্যমে কৃষকের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে।