English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৮:৩৮

বিশ্ব বাজারে লোহার দাম বাড়বে

অনলাইন ডেস্ক
বিশ্ব বাজারে লোহার দাম বাড়বে

বিশ্ব বাজারে আকরিক লোহার দামের পূর্বাভাসে আগের অবস্থান থেকে সরে এসেছে বিশ্ব ব্যাংক। পূর্বাভাস অনুযায়ী আগামী ২০২০ সালে টনপ্রতি এ লোহার দাম বেড়ে দাঁড়াবে ৫৬.২০ ডলারে। খবর- ব্লুমবার্গ

জানা যায়, বিশ্বে বেশি স্টিল ব্যবহার করে চীন। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে স্টিল উৎপাদনের এ কাচামালের চাহিদা বেড়ে যাওয়ায় আগের অবস্থান থেকে সরে আসল বিশ্ব ব্যাংক। এর আগে গত জানুয়ারিতে আকরিক লোহার দাম নিয়ে পূর্বাভাস দেয় ব্যাংকটি।

সেই সময় বলা হয়, চলতি বছরে পণ্যটির গড় দাম থাকবে টনপ্রতি ৪২ ডলার। ২০১৭ সালে তা হবে ৪৪.১০ ডলার। আর ২০২০ সালে তা গিয়ে দাঁড়াবে ৫১ ডলার। কিন্তু নতুন পূর্বাভাসে সেই চিত্র পাল্টে যায়। এ পূর্বাভাস অনুযায়ী চলতি বছর স্টিল উৎপাদনের এই কাচামালের গড় দাম হবে টনপ্রতি ৫০ ডলার। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালে হবে ৫১.৫০ ডলার। আর ২০২০ সালে তা গিয়ে ৫৬.২০ ডলারে দাঁড়াবে।

তবে বিশ্বব্যাংকের এ পূর্বাভাসের সঙ্গে একমত নয় মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাকস।

প্রতিষ্ঠানটি বলছে, চীনের স্টিলপণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এ বাজারে যে উর্ধ্বগতি দেখা গেছে তা স্থিতিশীল নয়। তাদের পূর্বাভাস, এ বছর শেষে পণ্যটির দর হবে টনপ্রতি ৩৫ ডলার।

বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান মর্নিংস্টারও জানিয়েছে একই কথা।