English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৮:২২

উন্নত প্রশিক্ষণ লক্ষে জাপানের অনুদান ২৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক
উন্নত প্রশিক্ষণ লক্ষে জাপানের অনুদান  ২৭ কোটি টাকা

সরকারি কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দিতে ২৭ কোটি ৪০ লাখ টাকা অনুদান দিবে জাপান। এ লক্ষ্যে রোববার (২২ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে ও জাইকার প্রতিনিধি দলের প্রধান মিকিও হেতেদা স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। বন্ধুত্বের অংশ হিসেবে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা দিচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণ প্রকল্পটি ২০০১ সাল হতে চলমান এবং ২০২০ সালের জুন পর্যন্ত চলবে। জাপান সরকার প্রতিবছর এ প্রকল্পে অনুদান-সহায়তা প্রদান করে এবং প্রতিবছর জাপান সরকারের সঙ্গে অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে। প্রকল্পটির অনুকূলে ২০১৫ সাল পর্যন্ত মোট ৩ হাজার ৯৩৭ মিলিয়ন জাপানি ইয়েন অনুদান সহায়তা পাওয়া গেছে।

এ প্রকল্পের আওতায় বিসিএস ক্যাডার কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২ বছর মেয়াদি মাস্টার্স কোর্সে অধ্যয়নের লক্ষ্যে বৃত্তি প্রদান করা হয়। এ প্রকল্পের অধীনে জাপানে অধ্যয়নের সুযোগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত বৃত্তির শতভাগ অর্থ জাইকা কর্তৃক জাপানে প্রদান করা হয়।

এ পর্যন্ত ২২৬ জন কর্মকর্তা এই প্রকল্পের আওতায় জাপান হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে ৩৯ জন কর্মকর্তা জাপানে অধ্যয়নরত আছেন এবং ৩০ জন কর্মকর্তা সর্বশেষ ব্যাচে জাপানে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়েছেন।