English Version
আপডেট : ২১ মে, ২০১৬ ১৯:৪১

সংশ্লিষ্টদের যোগসাজশে গার্মেন্টস শ্রমিকরা নিষ্পেষিত

অনলাইন ডেস্ক
সংশ্লিষ্টদের যোগসাজশে গার্মেন্টস শ্রমিকরা নিষ্পেষিত

মালিকদের সঙ্গে শ্রম মন্ত্রণালয় ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যোগসাজশে গার্মেন্টস শ্রমিকরা নিষ্পেষিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন সমমনা কয়েকটি গার্মেন্টস শ্রমিক সংগঠন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে শনিবার (২১ মে) এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনটি সম্মেলিতভাবে আয়োজন করে গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমকি ফেডারেশন।

সংগঠনগুলোর পক্ষ থেকে বাংলাদেশ পোশাক শিল্প ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান বলেন, ‘মালিক পক্ষের সঙ্গে সরকারি কিছু আমলা ও মন্ত্রীর যোগসাজশে শ্রমিকরা নাজেহাল হচ্ছেন। টার্গেট বেজ কাজের নামে শ্রমিকদের লেবু চিপার মতো নিষ্পেষিত করা হচ্ছে। টার্গেট বেজ কাজ করতে গিয়ে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন।

তিনি বলেন, ‘শ্রমিকদের এই শোষণের পেছনে শ্রম মন্ত্রণালয় ও বাণিজ্যমন্ত্রীর যোগসাজশ রয়েছে। বাণিজ্যমন্ত্রী শুধু তোয়াজ করে বেড়ান। তিনি (বাণিজ্যমন্ত্রী) মালিক পক্ষের স্বার্থ রক্ষায় ব্যস্ত। শ্রমিকদের কথা ভাবার সময় তার নেই। কোন পণ্যের দাম নাগালের মধ্যে নেই।

সংবাদ সম্মেলনে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে তিনটি দাবি তুলে ধরা হয়। এরমধ্যে আছে— পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দৃশ্যমাণ বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ জন্য প্রয়োজনে মুনাফাখোর, কালোবাজারি ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাপিড একশন ব্যাটালিয়ান (র‌্যাব)-কে দায়িত্ব দিতে হবে।

পাশাপাশি নতুন মজুরি ঘোষণার পূর্ব পর্যন্ত পোশাক শ্রমিকদের ৫০ ভাগ মহার্ঘ্যভাতা দিতে হবে এবং আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেটে গার্মেন্টস শ্রমিকদের ১ হাজার টাকার প্যাকেজ মূল্যে ৩০ কজি চাল, ১৫ কেজি আটা, ৫ কেজি ভোজ্য তেল, ৫ কেজি চিনি, ৫ কেজি ডাল ও ২ কেজি শিশুখাদ্য (গড়াদুধ) প্রদানের জন্য রেশনিং চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন’র সভাপতি আলমগীর রনী, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ’র সভাপতি মাহতাব উদ্দিন শহীদ, বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক মো. বজলুর রহমান বাবলু প্রমুখ।