English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ২০:২৯

তরুণ উদ্যোক্তারা আলাদা বাজেট চান

অনলাইন ডেস্ক
তরুণ উদ্যোক্তারা আলাদা বাজেট চান

তরুণ উদ্যোক্তাদের (১৮-৪০ বছরের) জন্য আলাদা বাজেট গঠনের দাবি জানিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার (১৯ মে) এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটি অন ইয়ুথ এন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্ট-এর উদ্যাগে ‘তরুণ উদ্যোক্তাদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনার থেকে এই দাবি জানানো হয়েছে।

সেমিনারে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সভাপতি শাখাওয়াত হোসেন মামুন বলেন, তরুণরা উদ্যোক্তা হতে চায়। এ ক্ষেত্রে তারা অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ে। ব্যাংক থেকে অর্থ জোগাড় করা বর্তমানে বড় সমস্যা। তাই আসন্ন বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য আলাদা বাজেট প্রণয়ন করা উচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে বর্তমানে ব্যবসায়িক পরিস্থিতি (ডুয়িং বিজনেস) যে অবস্থায় আছে ২০২১ সালে কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। অবকাঠামোগত সমস্যা যেমন বিদ্যুৎ, গ্যাস লাইসেন্সিং প্রক্রিয়া ইত্যাদি সমস্যার কারণে লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আমাদের দ্বিধান্বিত করে।

এখানে প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ বড় সমস্যা।

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, আমরা ট্র্যাক্স দিতে রাজি, তবে হয়রানির শিকার হতে চাই না। কিন্তু ভ্যাট আদায়ের নামে ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির অন ইয়ুথ এন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্ট চেয়ারম্যান আমজাদ হোসেন, এফবিসিসিআইয়ের প্রাক্তন সহ-সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।