English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৮:০০

দেশব্যাপী দাবি দিবস পালন ২৯ মে

অনলাইন ডেস্ক
দেশব্যাপী দাবি দিবস পালন ২৯ মে

আসন্ন বাজেটে জাতীয় সক্ষমতা বিকাশে ৭ দফা বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের দাবিতে আগামী ২৯মে দেশব্যাপী দাবি দিবস পালন ঘোষণা দেন তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তিভবনে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে রামপাল-ওরিয়নসহ সুন্দরবনবিনাশী সব প্রকল্প বাতিল, বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার ও নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ মন্তব্য করেন।

তিনি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, এনটিপিসি-ওরিয়নসহ সুন্দরবনবিনাশী সকল প্রকল্প বাতিল, সুন্দরবন বিকাশে কর্মসূচি নেওয়া, বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার, নির্যাতন ধরপাকড় অবিলম্বে বন্ধ, জাতীয় সক্ষমতা বিকাশের প্রয়োজনীয় ব্যবস্থাসহ কমিটির ৭ দফা বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ এর দাবিতে আগামী ২৯মে দেশব্যাপী দাবি দিবস পালন, ২০ মে থেকে ৩০ জুলাই সুন্দরবন সংলগ্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনসংযোগ, সভা, সমাবেশ, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের সকল অনুষ্ঠানে রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনধ্বংসী সকল অপতৎপরতা বন্ধের দাবি সামনে আনা, আগামী ১৪ জুন মাগুড়ছড়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। ২৯ মে’র সমাবেশ থেকে আন্দোলনের আরও কর্মসূচি।

সংবাদ সম্মেলনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির রুহিন হোসেন প্রিন্স, সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, শুভ্রাংশু চক্রবর্তী, নজরুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম ফজলু, শামসুজ্জোহা, আজিজুর রহমান, শাহ আলম, বহ্নিশিখা জামালীসহ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।