English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৭:২৩

৪০ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হবে

অনলাইন ডেস্ক
৪০ বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হবে

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, আগামী ১৫ বছরে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে ১ কোটি লোকের কর্মসংস্থান করা হবে। এসব অর্থনৈতিক অঞ্চল হতে প্রতি অর্থবছরে ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হবে।

বুধবার (১৮ মে) রাজধানীর কারওয়ান বাজারের বেজা কার্যালয়ে বিজনেস অটোমেশন লিমিটেডের সঙ্গে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেজা এ অনুষ্ঠান আয়োজন করে।

পবন চৌধুরী বলেন, সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হবে। আর এজন্য বেজার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানের গণতান্ত্রিক সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দ্রুত শিল্পায়ন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দেশের সর্বত্র আধুনিক প্রযুক্তির বিস্তার ঘটানোর উদ্দেশ্যে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বেজা চেয়ারম্যান।

বেজার পক্ষে নির্বাহী বোর্ড সচিব মোহাম্মদ আইয়ুব (যুগ্মসচিব) এবং বিজনেস অটোমেশনের পক্ষে সিইও (ই-সার্ভিসের ডিরেক্টর) মো. বজলুল হক বিশ্বাস চুক্তি স্বাক্ষর করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের ওএসএস ফোকাল-পয়েন্টসহ বেজার কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বলা হয়, ওএসএস একটি ঝামেলাহীন সেবা পাওয়ার কেন্দ্রীয় ব্যবস্থা। যার মাধ্যমে ইউনিট ইনভেস্টরদের বিনিয়োগের বিভিন্ন ধাপে এবং উৎপাদনের জন্য দরকারি ২৮টি অনুমোদন একটি অটোমেটেড ওয়েব প্লাটফর্মের মাধ্যমে দেওয়া হবে। এর প্রাথমিক পর্যায়ে ৫টি সেবা দেওয়া হবে। সেবাগুলো হলো— প্রজেক্ট ক্লিয়ারেন্স, ভিসা রিকমেন্ডেশন, ওয়ার্ক পিারমিট রিকমেন্ডেশন, ইমপোর্ট পারমিট ও এক্সপোর্ট পারমিট।

বিজনেস অটোমেশনের কারিগরি সহায়তায় আগামী ১ মাসের মধ্যে এ সেবা দেওয়া হবে।