English Version
আপডেট : ১৯ মে, ২০১৬ ১৭:১৬

হাজার কোটি টাকা আত্মসাৎ প্রসঙ্গে রূপালী ব্যাংকের ব্যাখা

অনলাইন ডেস্ক
হাজার কোটি টাকা আত্মসাৎ প্রসঙ্গে রূপালী ব্যাংকের ব্যাখা

‘পাওয়ার ইনডেক্সসহ কয়েকটি প্রতিষ্ঠানের নামে ভুয়া এলসি খুলে প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাৎ’-সংক্রান্ত প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ।

বুধবার (১৮ মে) বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবরের একটি ব্যাখ্যা পাঠানো হয়েছে।

ব্যাখ্যায় বলা হয়েছে, কয়েকটি মিডিয়ায় যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন। রিপোর্টটি রূপালী ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় সংশ্লিষ্ট শাখা থেকে তথ্য নিয়ে দেখা যায়, পাওয়ার ইনডেক্স দেশের সর্ববৃহৎ এলপিজি স্টোরেজ ও বটলিকং পরিবেশবান্ধব প্লান্ট।

যেটি মংলায় অবস্থিত। বর্তমানে এটি বাণিজ্যিকভাবে চালুর অপেক্ষায় রয়েছে। প্রকল্প নিয়ে কোনো ধরনের অভিযোগ ব্যাংকের সঙ্গে যাচাই-বাছাই না করে প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা যাচ্ছে।