English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ১৫:১৮

আইসিটি খাতে করমুক্ত রাখার প্রস্তাব

অনলাইন ডেস্ক
আইসিটি খাতে করমুক্ত রাখার প্রস্তাব

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে। ২০১৬-১৭ সালের জাতীয় বাজেটকে সামনে রেখে মঙ্গলবার (১৭ মে) আইসিএমএবি এ আলোচনা সভার এ প্রস্তাব করেন। দি ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্য্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর উদ্যোগে অালোচনা সভাটি আয়োজিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বিভিন্ন বিষয়ের মধ্যে দেশের দারিদ্র্য নিরসন ও সম্ভাবনাময় তরুণদের পৃষ্ঠপোষকতার প্রতি গুরুত্ব দেওয়ারও প্রস্তাব করেন। এ ছাড়া নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন, সার্বিক উন্নয়নকে বেগবান করতে সরকারী-বেসরকারী অংশীদারিত্বমূলক উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং শিল্পায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন।

এসময় অর্থনীতির সকল নিয়ামক ও উপাদানসমূহকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ২০২১ সালের আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে সক্ষম হবে বলে আশাবাদ আইসিএমএবি’র।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্যাকসেস এপিলেট ট্রাইবুনাল এর সদস্য রঞ্জন কুমার ভৌমিক।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট আরিফ খান। স্বাগত বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট ও সেমিনার এন্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান এ এস এম শায়খুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএমএবি’র সচিব মোঃ আবদুর রহমান খান।