English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৭:১০

থ্রেট ম্যানেজমেন্ট কমিটি গঠন জরুরী

এমএজামান
থ্রেট ম্যানেজমেন্ট কমিটি গঠন জরুরী

সাইবার নিরাপত্তায় বাংলাদেশে ব্যাংকের নেতৃত্বে থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট কমিটি গঠন খুবই জরুরী বলে মনে করেন এনসিসি ব্যাংকের আইটি বিভাগের প্রধান শামসুর রহমান।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীতে এনসিসি ব্যাংকের ২৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম  সালেহ, ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্কিমিং বা হ্যাংকিংয়ের মতো বিড়ম্বনা রোধে ব্যাংকের আগাম প্রস্তুতি প্রসঙ্গে শামসুর রহমান বলেন, প্রতিরোধের চেষ্টা সবারই থাকে। যেখানে লুপ হোল পাওয়া যায়। সেখানেই ব্যবস্থা নেওয়া হয়। তারপরও অনেক দুর্ঘটনা ঘটে যায়। বিদেশে এজন্য থ্রেট ম্যানেজমেন্ট কমিটি কাজ করে। আমাদের দেশেও বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঙ্গে এ ধরনের কমিটি গঠন করতে পারে বাংলাদেশ ব্যাংক।

তিনি বলেন, সম্প্রতি যে দুর্ঘটনাগুলো ঘটেছে তাতে ক্ষতির পাশাপাশি লাভও হয়েছে। এখন ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবিগুলো সহজে পৌঁছাতে পেরেছি। আমাদের বোর্ড আইটিকে একটি আলাদা ডিভিশন হিসেবে রূপান্তরের অনুমোদন দিয়েছে। আমরা আইটির ক্ষেত্রে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুসরণ করব।

গোলাম হাফিজ বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি একটি দুর্ঘটনা। এতে সবার টনক নড়েছে, সবার চোখ খুলে গেছে। বলে জানান তিনি।