English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৬:৫৬

মূসক মওকুফ সুবিধা চান হারবাল শিল্পরা

এমএজামান
মূসক মওকুফ সুবিধা চান হারবাল শিল্পরা

মূল্য সংযোজন কর (মূসক) মওকুফ সুবিধা চান হারবাল শিল্প উদ্যোক্তারা। এ শিল্পকে বাঁচতে আগামি ৫ বছরের জন্যে এ মওপুফ দাবি করেন তারা।

মঙ্গলবার (১৭ মে) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের কনফারেন্স রুমে ‘কারেন্ট অ্যাফেয়ার্স অব মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান হারবাল শিল্পরা। সেমিনারে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

সেমিনারে বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হাসিবুল রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে এ খাতে বড় বড় কোম্পানি রয়েছে। আসলে এখানে বড় কোন কোম্পানি নেই। আমরা হাটি-হাটি পা পা করে এগিয়ে চলেছি। তাই আগামি ৫ বছরের জন্য মূসকমুক্ত সুবিধা দাবী করেন তিনি।

সেমিনারে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম মোহাম্মদ শাহজাহান বলেন, হারবাল খাতে মূসক আরোপ করলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তাই আমরা মূসক থেকে নিস্তার চাই।

বাংলাদেশ হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন এবং মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।