English Version
আপডেট : ১৬ মে, ২০১৬ ২০:০০

কমছে না ইনকামিং কলরেট

এমএজামান
কমছে না ইনকামিং কলরেট

আন্তর্জাতিক টেলিফোন ইনকামিং (দেশে আসা) কলের ওপর সরকার নির্ধারিত দামই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে বিটিসিএল নির্ধারিত প্রতি মিনিটে ২ সেন্ট (প্রায় ১ টাকা ৬০ পয়সা) হারেই মূল্য পরিশোধ করতে হবে চারটি আন্তর্জাতিক কল ক্যারিয়ার (স্থানান্তর) প্রতিষ্ঠানকে।

এ বিষয়ে আরবিট্রেশনের (সালিশ) মাধ্যমে মূল্য নির্ধারণের নির্দেশ প্রদান-সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদন নিষ্পত্তি করে এ রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ সোমবার এ রায় দেন।

বিটিসিএল-এর পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ব্যারিস্টার মাসুদ আহমেদ সাঈদ এবং চার কোম্পানির পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন শুনানি করেন।