English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৭:১৭

শিক্ষাবৃত্তি বিতরণ এক্সিম ব্যাংকের

অনলাইন ডেস্ক
শিক্ষাবৃত্তি বিতরণ এক্সিম ব্যাংকের

দেশের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে এক্সিম ব্যাংক।

শনিবার (১৪ মে) এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক তুলে দেন সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ এবং গোলাম মোস্তফা বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এক্সিম ব্যাংক ও প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের স্বতস্ফূর্র্ত সহযোগিতা কামনা করেন।

তিনি স্থানীয়ভাবে শিক্ষা প্রসারে এক্সিম ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমেরও প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান আকন্দ বলেন, চাঁপাইনবাবগঞ্জে গুণগতমানের উচ্চশিক্ষা প্রদানে কৃষি গবেষণাধর্মী এই বিশ্ববিদ্যালয় দৃঢ় প্রতিজ্ঞ।