English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ২০:১৭

একটা সময়ে বাজেটে কর-শুল্ক সুবিধা পাবেনা

অনলাইন ডেস্ক
একটা সময়ে বাজেটে কর-শুল্ক সুবিধা পাবেনা

একটা নির্দিষ্ট সময়ের পর ব্যবসায়ীরা বাজেটে কর ও শুল্ক সুরক্ষা সুবিধা পাবে না বলে জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১১ মে) সচিবালয়ে ‘বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন’-এর নেতাদের সঙ্গে এক প্রাক বাজেট আলোচনায় তিনি এ পরামর্শ দেন।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, একটা নির্দিষ্ট সময়ের পর ব্যবসায়ীরা বাজেটে কর-শুল্ক সুরক্ষা সুবিধা পাবে না। কিন্তু সেটা কখন থেকে চালু হবে -আমি জানি না। সুতরাং প্রতিযোগিতায় টিকে থাকতে ব্যয় সংকোচনে ব্যবসায়ীদের বিকল্প চিন্তা করতে হবে। প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, সরকারের পয়সা দরকার, তা না হলে দেশ চলবে না।

প্রাক-বাজেট আলোচনায় সিরামিক খাতের তিন দফা দাবি তুলে ধরেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন ও উপদেষ্টা মীর নাসির হোসেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

সিরামিক শিল্পের উদ্যোক্তাদের দাবির মধ্যে রয়েছে- সিরামিক পণ্যের আমদানি পর্যায়ে বিদ্যমান ৬০ শতাংশ সম্পূরক শুল্ক বহাল রাখা; সিরামিক শিল্পের কাঁচামাল, উপকরণ ও যন্ত্রাংশের ওপর থেকে আমদানি শুল্ক হ্রাসসহ প্রযোজ্য ক্ষেত্রে সমুদয় সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি মওকুফ করা; সিরামিক পণ্য আমদানিতে আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধে সর্বনিম্ন আমদানি মূল্য নির্ধারণ করা।

এছাড়া কর অবকাশ সুবিধা, রফতানিতে নগদ সহায়তা প্রদান, গ্যাসের দাম না বাড়ানো এবং সহনীয় মূল্যে মানসম্মত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন তারা।

অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে মীর নাসির হোসেন বলেন, সিরামিক খাতের ব্যবসায়ীরা প্রোটেকশন চায় না। দেশীয় শিল্প উদ্যোক্তারা কর্মসংস্থান ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় যে অবদান রাখছেন এর মূল্যায়ন করতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে ও দেশীয় শিল্পের স্বার্থে তারা কিছু সুযোগ-সুবিধা চান। গ্যাসের মূল্য না বাড়ানো এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তিনি।

গ্যাসের মূল্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। গ্যাসের দাম তো নাথিং, এটা সরকার দিচ্ছে পানির দরে।